Responsive Ad Slot

Latest

latest

VIDEO

Videos

News By Picture

pictures

প্রযুক্তি দুনিয়ায় ফেলল সারা কথা বলবে স্মার্ট ওয়াচ রাতে ঘুম কেমন হলো জানাবে স্মার্টওয়াচ

কোন মন্তব্য নেই
স্মার্টওয়াচ যে এখন আর শুধু সময় দেখার কাজে ব্যবহার হয় না তা সবারই জানা। বরং বলা যায় স্মার্টওয়াচ ব্যবহারকারীর জন্য অনেক ধরনের ভূমিকা পালন করে। ব্লুটুথের মাধ্যমে যুক্ত স্মার্টফোনের কল, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন থেকে শুরু করে মেইলের খবর তাৎক্ষনিক জানা যায় এতে। এছাড়াও স্মার্টওয়াচ সারাক্ষণ ব্যবহারকারীর হার্ট রেট মনিটর করছে, দিনে কতটুকু হাঁটলেন, কতটা ক্যালোরি বার্ন হলো সবই জানা যায় এক স্মার্টওয়াচেই। বিশ্বের প্রায় সব প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান একের পর এক স্মার্টওয়াচ আনছে বাজারে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নয়েজফিট কোর ২ স্মার্টওয়াচটি।নয়েজফিট কোর ২ স্মার্টওয়াচটি ২৪০x২৪০ পিক্সেল রেজোলিউশন ও ১.২৮ ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লেসহ এসেছে। ঘড়ির ডান প্রান্তে দুটি বোতাম রয়েছে এবং এর মধ্যে ১০০টিরও বেশি ওয়াচফেস দেওয়া হয়েছে। স্মার্টওয়াচটিতে ২৪/৭ হার্ট রেট মনিটর ফিচার এবং SpO2 সেন্সর থাকছে। ঘড়িটি ব্যবহারকারীর ঘুমের ধরন জানাবে ব্যবহারকারীকে। রাতে কতটুকু ভালো ঘুম হয়েছে খুব সহজেই সকালে উঠে আপনার স্মার্টওয়াচ দেখেই জেনে নিতে পারেবেন। এছাড়াও ঘড়িটিতে ৫০টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। সঙ্গে সারাদিনে কতটুকু হেঁটেছেন, কতটুকু ক্যালোরি লস বা গেইন করেছেন তাও জানাবে আপনাকে। অন্যান্য স্মার্টওয়াচের মতো এতে এসএমএস, ই-মেইল, সোশ্যাল মিডিয়া স্মার্ট নোটিফিকেশন অ্যালার্ট, আবহাওয়ার আপডেট, ক্যালেন্ডার ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। ব্লুটুথের মাধ্যমে কল রিসিভ করা কিংবা রিজেক্টও করা যাবে। স্মার্টফোনের ক্যামেরার নিয়ন্ত্রণও রাখতে পারবেন ঘড়ি থেকেই। সংস্থার দাবি, স্মার্টওয়াচটি একবার পুরোপুরি চার্জ হলে সাত দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। ভারতীয় বাজারে নয়েজফিট কোর ২ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৭৯৯ টাকা। কালো, নীল, সবুজ, গোলাপি এবং ধূসর পাঁচটি রঙের বিকল্পে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে স্মার্টওয়াচটি।
atOptions = { 'key' : '2ebe6e1909110dce8d00bb5cdb6180f8', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write('');

ইন্টারনেট ও স্মার্টফোন শ্বাস-প্রশ্বাসের মতো: মোস্তাফা জব্বার

কোন মন্তব্য নেই


ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য লাগসই ডিজিটাল সংযোগ ও ডিজিটাল ডিভাইস অপরিহার্য। ইন্টারনেট ও স্মার্টফোন শ্বাস-প্রশ্বাসের মতো। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় ইন্টারনেট এখন মানুষের জীবনধারায় অনিবার্য একটি বিষয় হিসেবে জড়িয়ে আছে।

শুক্রবার (২৬ আগস্ট) ঢাকায় বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) আয়োজিত ‘রিসাইলেন্ট ইন্টারনেট ফর এ শেয়ার্ড সাসটেইনেবল অ্যান্ড কমন ফিউচার: এক্সেস অ্যান্ড কানেকটিভিটি, কমিউনিটি নেটওয়ার্কস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল ইনক্লিউসন’ শীর্ষক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং বিআইজিএফ চেয়ারম্যান হাসানুল হক ইনু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি হচ্ছে ইন্টারনেট। কাউকে এ থেকে বঞ্চিত করা ঠিক নয়। ইন্টারনেট ব্যবহারের খারাপ দিকও আছে, আবার খারাপ দিক থেকে রক্ষার উপায়ও আছে। সেটা থেকে ছেলে-মেয়েদের সুরক্ষায় অভিভাবকদেরকেই ভূমিকা নিতে হবে। প্যারেন্টাইল গাইড ব্যবহার করে ইন্টারনেট শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, অ্যামটবের সাবেক মহাসচিব টিআইএম নুরুল কবির, আইজিএফ’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবদুল হক অনু, ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপার্সন সৈয়দা কামরুন জাহান রিপা এবং কিডস ইন্টানেট গভর্নেন্স ফোরামের চেয়ারপার্সন আয়শা লাবিবা প্রমুখ বক্তৃতা করেন।

JAST INASSTAL APP AND EARN MOONY

কোন মন্তব্য নেই

 PLICE INNSTALL THHIS APP ANDD EARN MONY LINK IS HEAR ?

THIS OFFAR IS ONLLY INDAN 

REALLY THIS OFFAR S VARRY GOOD AND VARRY CALRFULL PLICE CLIKE THIS LINK AND REGESTAR NOW 

SEP 1   REGESTER ON CLIK THIS LINK  CLIK NOW 

STEP 2   DAWNLODE ANDRIOUD APP 

STEP 3 ENTER HE EMAIL ADDRASE TO SINGUP LINK

STEP4 CLIME 50$ DOLAR FOROM HOME 

NOE ALL STEP IS COMPLT 
CONGRACULITION
NOTON TNOTO ARNING APP PYTY SUBCRIBE MY YOUTUBE CHANAL

২৭০০টাকা, নয় দিনে ইউথড্র‌ করলাম। সব মিলে 💝 ১১৫০0

কোন মন্তব্য নেই

 --------😍আলহামদুলিল্লাহ😍--------

২৭০০টাকা, নয় দিনে ইউথড্র‌ করলাম। সব মিলে 💝 ১১৫০0


 টাকা হাতে পেয়েছি


App link https://1714163.jade-ai.com

।💝❌No Add Fee❌

✅কাজ করলে ইনবক্র। ✅

💟ডেইলি শুধু আপনি একাউন্টে ডুকলেই হবে 💟


⭕ আপনি একাউন্ট খুললে আপনাকে একটি রোবট দেয়া হবে আপনার কোনো কাজ নাই কাজ করবে রোবট আপনি শুধু একাউন্টে ডুকে দেখবেন কতো টাকা হলো ⭕

🧭এই সুযোগ টা যখন চলে যাবে তখন সবাই মাথায় হাত দিবে।🧭


🧭তাই দেরী না করে ইনবক্র এ আসেন কাজ বুঝে নেন। আর একাউন্ট করে কাজ শুরু করে দেন।🧭

রিয়েল একটা সাইট কাজ করলে ইনবক্সে আসেন । ডেইলি পেমেন্ট পাবেন । ইনশাল্লাহ আজ থেকে কাজ শুরু করেন আশা করি ভালো কিছু করতে পারবেন। Tlegram a https://t.me/rifatkazibd7 ডেইলি পেমেন্ট পুরুফ দেওয়া হয় । চাইলে দুই এক দিন দেখে শুনে কাজ করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক। Tlegram a https://t.me/rifatkazibd7




শুক্র গ্রহে রয়েছে প্রাণ ধারণা বিজ্ঞানীদের

কোন মন্তব্য নেই
শুক্র গ্রহে রয়েছে প্রাণ ধারণা বিজ্ঞানীদের বিজ্ঞানীরা ধারণা করছেন শুক্র গ্রহে প্রাণ রয়েছে । আজ সোমবার বিজ্ঞানীরা জানিয়েছেন, শুক্র গ্রহকে ঘিরে রাখা মেঘে ফসফিন গ্যাসের অস্তিত্ব তাঁরা শনাক্ত করেছেন। এ থেকেই তাঁদের ধারণা-গ্রহটিতে অণুজীবের অস্তিত্ব থাকতে পারে। এমনিতে শুক্র গ্রহের মেঘ ভীষণ রকম অম্লীয় (অ্যাসিডিক)। এই মেঘে ফসফিনের অস্তিত্ব খুঁজে পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। কারণ, এই গ্যাস পৃথিবীতে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া থেকে। অক্সিজেন রয়েছে-এমন পরিবেশে থাকা ব্যাকটেরিয়া এই গ্যাস নিঃসরণ করে। শুক্র গ্রহে ফসফিনের অস্তিত্বের পেছনে এমন কোনো কারণ থাকলে, সেখানে প্রাণের উৎপত্তি বিকাশের পরিবেশ রয়েছে বলে আশাবাদী তাঁরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীরা কোনো প্রাণের অস্তিত্ব শনাক্ত করতে পারেননি। তাঁরা বলছেন, পৃথিবীতে ফসফিন গ্যাস মূলত ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়, যা অক্সিজেন-সমৃদ্ধ পরিবেশের একটি চিহ্ন। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে স্থাপিত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল টেলিস্কোপের সাহায্যে এই ফসফিন গ্যাসের অস্তিত্ব শনাক্ত করেন বিজ্ঞানীরা। পরে চিলির অ্যাটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (এএলএমএ) রেডিও টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন তাঁরা। কার্ডিফ ইউনিভার্সিটি ইন ওয়েলসের জ্যোতির্বিজ্ঞানী জেন গ্রিভসের নেতৃত্বে পরিচালিত এ গবেষণার নিবন্ধটি নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত হয়েছে। নিজের পর্যবেক্ষণ ও এর ফলাফল নিয়ে তিনি বলেন, ‘আমি ভীষণ রকম বিস্মিত হয়েছি।’ বহু বছর ধরে বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সন্ধান করছেন। এ জন্য প্রাণের অস্তিত্বের জন্য অনুকূল পরিবেশ রয়েছে কিনা, তা খুঁজে বের করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে মঙ্গল গ্রহের দিকে। বিশ্বের পরাশক্তিগুলো মঙ্গলের দিকে বরাবরই শ্যেন দৃষ্টি রেখেছেন। মঙ্গলে রোবটও পাঠানো হয়েছে। মূলত প্রাণের অস্তিত্বের পরোক্ষ উপস্থিতি শনাক্তের জন্যই টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা গোটা পৃথিবী খুঁজে বেড়িয়েছেন এবং এখনো বেড়াচ্ছেন। এই সৌরজগতের অন্য গ্রহ এবং পৃথিবীর উপগ্রহ চাঁদ কোনো কিছুই এ ক্ষেত্রে বাদ পড়েনি। এই প্রেক্ষাপটে শুক্র গ্রহে ফসফিনের উপস্থিতি শনাক্ত একটি বড় ঘটনা। গবেষণা নিবন্ধের সহলেখক ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) আণবিক জ্যোতির্পদার্থবিদ ক্লারা সুসা-সিলভা বলেন, ‘শুক্র গ্রহ সম্পর্কে আমরা এই মুহূর্তে যা জানি এবং ফসফিন গ্যাসের অস্তিত্বের যুক্তিসংগত ব্যাখ্যা যা হতে পারে, তা হচ্ছে সম্ভবত সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। আমি এই বিষয়টির ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে, যদি এটা ফসফিন হয়, তবে সেখানে প্রাণ আছে। এর অর্থ হচ্ছে, আমরা একা নই। আর তা যদি হয়, তবে শুধু শুক্র গ্রহে নয়, এই সৌরমণ্ডলে আরও অনেক প্রাণ রয়েছে।’ ফসফিন গ্রহ এমনিতে মানুষের জন্য ভীষণ বিষাক্ত। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে যে ফসফিনের অস্তিত্ব রয়েছে, তার ঘনত্ব ২০ পিপিবি (পার্টস পার বিলিয়ন)। এটিই একমাত্র আশা দেখাচ্ছে। এর বাইরে আগ্নেয় শিলা, উল্কা বা ধাতবখণ্ডসহ বিভিন্ন অজৈব উপাদানের রাসায়নিক বিশ্লেষণ করে অবশ্য হতাশ হতে হয়েছে বিজ্ঞানীদের। এখন বিজ্ঞানীরা ফসফিনের অস্তিত্বকে ধরে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। না হলে অন্য কোনো ব্যাখ্যা হাজির করা যায় কিনা, সে বিষয়ে গবেষণা করছেন। এবারের এই গবেষণা বেশি আশাবাদী করছে। কারণ, শুক্র পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। আকারে ছোট হলেও এর গঠন পৃথিবীর মতো। সূর্যের থেকে দূরত্বের বিবেচনায় এটি দ্বিতীয় গ্রহ; পৃথিবী তৃতীয়। এর চারপাশে রয়েছে ভারী ও বিষাক্ত বায়ুমণ্ডল, যা তাপ ধরে রাখে। ফলে এর পৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি (৮৮০ ডিগ্রি ফারেনহাইট বা ৪৭১ ডিগ্রি সেলসিয়াস)। ফলে সেখানে কী ধরনের প্রাণ থাকতে পারে, তা নিয়ে সংশয়ে বিজ্ঞানীরা। এ বিষয়ে ক্লারা সুসা-সিলভা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘শুক্র গ্রহে প্রাণ থাকলে, তার স্বরূপ কী হবে, তা অনুমানের চেষ্টা করছি। একেবারে বাসযোগ্যহীন গ্রহটিতে অন্য কোনো প্রাণের পক্ষে থাকা সম্ভব নয়। যদি থাকে, তবে তাদের সবকিছুই চেনা প্রাণ থেকে আলাদা হবে।’ তবে গবেষণাটির সঙ্গে যুক্ত নন এমন কিছু বিজ্ঞানী ধারণা করছেন, শুক্র গ্রহের পৃষ্ঠ থেকে অনেক ওপরের মেঘের গড় তাপমাত্রা ৮৬ ডিগ্রি ফারেনহাইট (৩০ ডিগ্রি সেলসিয়াস)। ফলে সেখানে কোনো অণুজীব থাকলেও থাকতে পারে। তবে সেই অণুজীবের উচ্চ ঘনত্বের অম্লীয় পরিবেশে টিকে থাকার সক্ষমতা থাকতে হবে। কারণ, শুক্র গ্রহের চারপাশের মেঘ সালফিউরিক অ্যাসিড (ঘনত্ব-৯০ শতাংশ) দ্বারা তৈরি। পৃথিবীর চেনা কোনো অণুজীব সেখানে নিশ্চিতভাবেই টিকতে পারবে না।
© all rights reserved
made with by templateszoo